নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এর কার্যক্রম লকডাউন করেছে প্রশাসন। কেন্দ্রের প্রবেশদ্বারে টানানো হয়েছে ‘লাল পতাকা’। জেলা প্রশাসক আনজুমান আরা গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।
তিনি জানান, নড়াইল জেলায় করোনাভাইরাস সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতিতে নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এর আগে ২৭ এপ্রিল দুপুরে নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হন। এর আগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো চার চিকিৎসক করোনা আক্রান্ত হন। নড়াইলে মোট ১৩ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে প্রথম আক্রান্ত করোনা রোগী নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজন (২৫) বাড়িতে থেকেই এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়েছেন।
অন্যদিকে, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকায় প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধসহ (সিজারিয়ান) মা ও শিশুর চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।