ইউনুস খান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের নির্দেশে গত ২৯ মার্চ রোববার ও আজ ৩০ মার্চ সোমবার সারাদিন কেন্দুয়া উপজেলার পৌর সদরসহ সকল ইউনিয়নে করোনা প্রতিরোধে সচেতনা সৃষ্টির জন্য সাধারণ জনতার মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক সানা, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জি, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল সুমন, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, কেন্দুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তাফিউজুর রহমান বিপুল, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির আহমেদ খান রুজেল, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন তালুকদার, গালিব হাসান ইমন,আনোয়ারুল আকন্দ, আনিস ইকবাল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এমপি অসীম কুমার উকিলের পক্ষে এসব মাস্ক ও সাবান বিতরণ করেন।
এ সময় তারা জনসচেতনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে হোমকোয়ারেন্টাইন মেনে চলা সহ নিরাপদে অবস্থান করার কথা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে হাত ধৌত করাসহ পরিস্কার পরিছন্ন থাকা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।