পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মো: সোলায়মান আলী তালুকদার, ঢাকা শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত সহকারি সচিব। তার বয়স ৬৩ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি আর ট্রাউজার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার (01873920726, 01711465572) দুটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ সোলায়মান আলীকে ফিরে পেতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবার। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উনাকে দেখে থাকেন, অনুগ্রহ করে ০১৬৭১৮৩৮৯০৫ ,০১৬৭০২৬৮৫৭৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ।
এঘটনায় নারায়ণগঞ্জে ফতুল্লা থানায় একটি জিডি করেছে পরিবার। গত ২৩ ডিসেম্বর জিডি করা হয়। জিডি নং ১২৯৯।
এবিষয়ে তদন্তের দায়িত্বে থাকা ফতুল্লা থানার এসআই মিনারুল কাজি বলেন, আমরা ওনাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক
মারুফ সরকার
নিখোঁজ সোলায়মান আলীর নাতি
তারিখ -০৯-০১-২০২১
মোবাইল –০১৪০৮৭৫৯০৯৫