নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে রিভলবার সহ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ডিবি পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম, এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বাসাইল সাকিনস্থ জনৈক মোহাম্মদ হাসেন আলীর বসতবাড়ীর ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ হতে
নরসিংদী জেলার নেকজানপুর এলাকার মৃত- সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭) ও দক্ষিণ পুরান পাড়া এলাকার রেনু মিয়ার ছেলে কাউছার মিয়া(৩৬)কে গ্রেফতার করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বাটসহ ৭.৬ ইঞ্চি দৈর্ঘ্যের ম্যাগজিন সংযুক্ত সহ একটি সচল পিস্তল উদ্ধার করা হয় বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আসামীদ্বয় দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।