নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪জানুয়ারী) বিকেলে আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভূঁইয়ার স্নেহের ছোটভাই, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো আলোচনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ারুন নাছের, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুলসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা হাবিবুর রহমান,জেলা প্রশাসনের কর্মকর্তা – কর্মচারী, জেলা পরিষদের সদস্যবৃন্দ ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি ও সম্মানীত অতিথি ফাইনাল খেলার শুভ উদ্বোধনের পাশাপাশি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।
পরে নরসিংদী সদর উপজেলা ও পলাশ উপজেলার মধ্যকার ফাইনাল খেলায় নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে পলাশ উপজেলা শিরোপা অর্জন করে।
খেলা শেষে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বিজয়ী ও বিজিতা উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
এ জাতীয় আরো খবর..