নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে তিন সন্তানের জননী রিমা বেগম (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি)নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের হাজিবাগান গ্রামে এ ঘটনা ঘটে।পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ ও এলাকাবাসী।ঘটনার পর থেকে নিহতের স্বামী ঘাতক বাবুল পলাতক রয়েছে।
নিহতের স্বামী উপজেলার যোশর ইউনিয়নের হাজীবাগান এলাকার বাপ্পারটেক মীর বাড়ির হজরত আলী মীরের ছেলে। এঘটনায় বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় পিবিআই, নরসিংদী জেলা সি আই ডি ও শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে শিবপুর মডেল থানা পুলিশ।
এ জাতীয় আরো খবর..