Avatar এরশাদ হোসেন বিজয়
Reporter


নতুন কমিটি জাতীয়তাবাদী ওলামা দলের


উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ জাতীয়তাবাদী ওলামা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক, সদস্য সচিব হিসেবে প্রিন্সিপাল মাওলানা মো.নজরুল ইসলাম তালুকদার এবং ৩৩ জন যুগ্ম আহবায়কসহ ১৩৬ জন সদস্য নিয়ে ১৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ঘোষিত এই আহবায়ক কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেয়া হয়েছে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।