নওগাঁ সংবাদদাতা: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় শ্রী দিপু বর্মন (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কালাপুকুর ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দিপু উপজেলার পাটিআমলায় গ্রামের শ্রী নিতাই চন্দ্রের ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার জানান, মহাদেবপুর থেকে ধামইরহাটগামী একটি ট্রাক উপজেলার পাটিআমলাই কালাপুকুর ব্রিজের পাশে পৌঁছালে পথচারী দ্বিপু বর্মনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দ্বিপু গুরুতর আহত হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সকাল ৯ টার দিকে তিনি মারা যান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।