তানভীর আহমেদ, দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানের পুলিশের অভিযানে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় বাংলা বাজার পুলিশ ফাড়ির এস আই জেন্নাত আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে। এসময় শাহেদ আলম, নূর বাহাদুর ও জোনায়েদ নামে তিন জনকে আটক করা হয়। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ’র ভ্রাম্যমাণ আদালতে আটক তিন জনের প্রেত্যককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে জব্দ কৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এসময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলুর রহমান উপস্থিত ছিলেন।