শেখ যুবায়ের শাহরিয়ার: পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে জনজীবন হয়ে পড়েছে স্থবির। এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেকায়দায় পড়েছেন দুস্থ ও অসহায় মানুষজন।
সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এখন তাদের। অনেকেই অবশ্য সামর্থ্য অনুযায়ী দুস্থদের পাশে দাঁড়াচ্ছেনও। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাইকিং কমিউনিটির (বিজি ক্লাবের সদস্যরা) উত্তরার বিভিন্ন বস্তি এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এ ক্লাবের সদস্যরা। এসময় বিজি ক্লাবের প্রেসিডেন্ট সজিব ইসলাম উত্তরা নিউজকে বলেন, আমরা কোনো শো-অফের জন্য নয় বরং মানবতাবোধ থেকেই এ উদ্যোগ গ্রহন করেছি। আমরা ছবি তুলেছি কিন্তু সে ছবি ফেসবুকে পোস্ট করবার সময় ত্রানগ্রহীতার ছবি ব্লার করে দিয়েছি।
আমি মনে করি কেউ যদি ছবি তোলার জন্য হলেও এরকম গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসে তাহলেও অন্তত গরীবদেরকে সহযোগীতা করা হবে। কারন তারা সংখ্যায় অনেক।আমরা পর্যায়ক্রমে আরও অসহায় দুস্হ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেবার এই প্রক্রিয়া অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
উক্ত ক্লাবের ইভেন্ট অর্গানাইজার আসাদুর রহমান মুন্না বলেন, আমরা আজকে বস্তিতে এসেছি সরকার কর্তৃক নির্ধারিত ১০ দিনের ছুটিতে যেন আমাদের পাশাপাশি, দরিদ্র ও অসহায় মানুষেরা করোনা মোকাবেলায় প্রস্তুতি নিতে পারেন, সে উদ্দেশ্যে তাদের সচেতন করবার পাশাপাশি দৈনন্দিন ইনকাম করে যেসকল খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা জীবিকা নির্বাহ করেন, তাদেরকে সাহায্য সহযোগীতা করবার জন্য যাতে করে তারা এ মহামারীর দূর্যোগের ভেতর বাসায় থাকতে পারে।
এসময় বিজি ক্লাবের সদস্যদের এসকল দুস্হ ও খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবন, সাবান দেবার পাশাপাশি এ নভেল ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক বিভিন্ন কথা বলতে দেখা যায়।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন, মারা গেছেন ছয়জন। নতুন করে কোনো মৃত্যু নেই। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ০৮১ জন, সুস্থ হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৯৪ জন আর মারা গেছেন ৪৩ হাজার ২৯১ জন।