uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


দুদকের নোটিস হাই কোর্টে আটকে গেল হাওলাদারের


উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

হাওলাদার বৃহস্পতিবার আর দুদকে হাজির হতে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

দুদকের নোটিস চ্যালেঞ্জ করে হাওলাদারের করা এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, “দুদকের তলবের নোটিস চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছে আদালত। ফলে দুদকের তলবে আগামীকাল উনাকে হাজির হতে হচ্ছে না।”

সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গতবছর ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুদক।

কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

এরপর গত ২৮ মার্চ তাকে ফের চিঠি পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় সেখানে।

ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে তা স্থগিত করে দেয়।

 

/এ.এইচ.বি