করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে অনেকেই চাকরি হারিয়েছেন ৷ করোনার জেরে এবার এইচ১-বি ভিসা স্থগিত করা হয়েছে ৷
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রায় দুই লাখের বেশি মানুষ, যারা যুক্তরাষ্ট্রে চাকরি করার স্বপ্ন দেখছেন তারা বড় ধরনের ধাক্কা পাচ্ছেন ৷
যুক্তরাষ্ট্রের এইচ১-বি ভিসা হলো- এক ধরনের অভিবাসী ভিসা; যা মার্কিন সংস্থাগুলোকে প্রযুক্তি, অর্থনীতি, প্রকৌশল, চিকিৎসা, গণিত, বিজ্ঞানের মতো বিশেষ ক্ষেত্রে তাত্ত্বিক বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনে স্নাতক পাস শ্রমিক নিয়োগ করতে দেয়।
নির্দিষ্ট সময়ের জন্য এই ভিসা জারি করা হয় ৷ আর এই ভিসা সবচেয়ে বেশি ভারতীয় প্রযুক্তিবিদরা পেয়ে থাকেন ৷ ভিসা বাতিলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে ভারতীয়রা ৷ তবে এই ভিসা বাতিলের জেরে যাদের কাজের অনুমোদন আছে তাদের ওপর কোনো রকম প্রভাব পড়বে না ৷
এইচ১-বি ভিসা তিন বছরের জন্য দেওয়া হয়। যা পরে ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে ৷ এই ভিসা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করতে হয় ৷ ভারতে বিপুল সংখ্যক প্রযুক্তি কর্মী এই ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন ৷
এইচ১-বি ভিসা শেষ হওয়ার পর গ্রিন কার্ড না পেলে আগামী ১ বছর যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হবে এবং আবারো এইচ১-বি ভিসার জন্য আবেদন করতে হবে।
সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়া