এনামুল হক: “দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই স্লোগানকে সামনে রেখে ১০ ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বর্নাট্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।