লুটেপুটে খাও
সব ভাগ করে নাও
তবু দিও না অন্যের হাতে তুলে
আমায় বাঁচতে দাও
ধরি তোমায় পাও
আমাকে মেরো না হায় সমূলে।
আমি দেবো সুখ
গুছে যাবে দুখ
নিমেষে পাবে স্বর্গীয় সুধা
দেখবে কতো রূপ?
আমার অনুরূপ!
মিটাতে পারে যে সকল ক্ষুধা।
আমার যতো ধন
জুড়াবে না মন?
দেবো সবি তোমায় উজাড় করে
ধর্ষিতে মোর প্রাণ
করো না গো দান
আমায় রেখো তোমার বাঁধন ঘরে!