তুরাগ প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা করতে না পারা তুরাগের বাউনিয়া এলাকার ১০০ জন মৎস্য ব্যবসায়ীদের মধ্যে মঙ্গলবার ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ মৎস্যজীবি ও জেলে ফেডারেশনের তুরাগ থানা শাখা।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাউনিয়া বটতলা এলাকায় এ ত্রান বিতরন করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মৎস্যজীবী ও জেলে ফেডারেশন এর প্রতিষ্ঠাতা এইচ এম ইউনুস মিয়া, মৎস্যজীবী জেলে ফেডারেশনের কোষাধ্যক্ষ ও তুরাগ থানা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জাকির, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন তুরাগ থানার সাধারন সম্পাদক রেজাউল করিম, মাহিন বেপারী, শাহা আলম মল্লিক,ফারুক মাতবর,আব্দুল সাত্তার,কালু মিয়া,আনোয়ার,মিলন প্রমুখ।
মৎস্যজীবী ও জেলে ফেডারেশন এর প্রতিষ্ঠাতা এইচ এম ইউনুস মিয়া, সাধারন সম্পাদক রেজাউল করিম বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি নিজেদেও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে হবে।