আলী হোসেন (শ্যামল): রাজধানীর তুরাগের দলিপাড়া এলাকায় প্রথম করোনা রোগী শনাক্ত। দলিপাড়ার স্থানীয় বাসিন্দা আওয়াল মৃধার বাড়িতে বসবাসরত এক ভাড়াটিয়ার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। উক্ত বাড়িটি এবং এর চারপাশে থাকা কয়েক টা বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে।
ভাইরাস সনাক্ত লোকটির নাম বিপ্লব রোজারিও (৪৫), পিতা: মৃত জাকারিয়াস রোজারিয়। লোকটির বাড়ি বড়াইগ্রাম। এলাকা সূত্রে জানা যায়, লোকটি বিমানবন্দরের চায়না কোম্পানিতে ড্রাইভারি চাকরি করতেন।
বিকেল ৫ টায় তুরাগ থানা পুলিশ খবর পেয়ে এসে আক্রান্ত ব্যাক্তির বাড়ি লকডাউন ও আশে পাশের সকল দোকান বন্ধ করে দেয়। আরো জানা যায়, লোকটি আজ ১২ এপ্রিল অসুস্থ অবস্থায় বিমানবন্দরে ডিউটিতে যান, পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কুর্মিটোলা হসপিটালে পাঠিয়ে দেন। পরবর্তিতে জানা যায় তার শরীরে করোনা ভাইরাস রয়েছে।