তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী খিটকা গ্রামের একটি বড় আয়তনের প্রায় শত বছরের পুরাতন পুকুর খনন নিয়ে জনমনে ব্যাপক গুঞ্জন বইছে। স্থানীয়রা জানান, দেশ স্বাধীনের পর এবার প্রথম স্কেলেটর (ভেঁকু) মেশিন দিয়ে এই পুকুর খনন করা হচ্ছে। এদিকে পুকুর খননের সময় পুকুর মালিক গুপ্তধন (স্বর্ণমুদ্রা) পেয়েছেন বলে এলাকায় ব্যাপক গুঞ্জন বইছে।
স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের যদিও সুনিদ্রিস্ট কোনো তথ্য জানাতে পারছে না তবুও গুপ্তধন পাওয়ার বিষয়ে গুঞ্জন থামছেই না প্রতিনিয়ত তা বাড়ছে, এক কান দুইকান হয়ে এই গুঞ্জন এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আবার কেউ কেউ বলছে, হঠাৎ করেই রাতারাতি পুকুর খনন শুরু করায় অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আবার কেউ বলছে, কিছু ঘটে তো কিছু রটে তাই এই বিষয়ে প্রশাসনের তদন্ত করা প্রয়োজন।
জানা গেছে, তানোর উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত পল্লী নাচোল উপজেলার নেজামপুর ইউপির খিটকা গ্রামের মৃত ছাবের উদ্দিনের পুত্র জিয়াউর রহমান খিটকা গ্রামের প্রায় তিন একর আয়তনের একটি পুরাতন পুকুর খনন শুরু করেছেন। প্রত্যক্ষ্যশীরা জানান, চলতি বছরের ৯ ফেব্ররুয়ারী রোববার দিবাগত রাতে ভেঁকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ শুরু হয় তবে কিছু মাটি কাটার পর কিছু একটা পাওয়া নিয়ে ভেঁকু চালক ও পুকুর মালিকের মধ্যে বেশ কিছু কথাবার্তা বলার পর মাটি কাটা বাজ বন্ধ রাখা হয়। তবে পরবর্তীতে রাতের পর ফের পুকুরের খনন কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান এসব গুঞ্জন মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন, তাদের বিপদে ফেলার জন্য প্রতিপক্ষরা এসব মিথ্যা কথা প্রচার করতে পারে।
অপরদিকে এই পুকুর খনন নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। স্থানীয়রা জানান, খিটকা গ্রামের এই পুকুর খনন করা হলেও সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ খিটকা গ্রামের পার্শ্ববর্তী চৈতপুর গ্রামে পুরাতন পুকুর খননের অপরাধে তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। সাধারণের প্রশ্ন যদি খিটকা গ্রামে পুরাতন পুকুর খনন করা যায়, তাহলে চৈতপুর গ্রামে পুরাতন পুকুর খননে বাধা কেন ? তবে কি এক দেশে এ্কই বিষয়ে আইন ভিন্ন না নেপথ্যে অন্য কিছু রয়েছে সেটা অবশ্যই তদন্তের দাবী রাখে বলে অভিমত এলাকার জনসাধারণের। এদিকে এই পুকুর খননের ঘটনায় এলাকায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।