ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ জন আন্তঃজেলা মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি’র ওসি মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহঃ আহমার উজ্জামান, পিপিএম (সেবা) দিকনির্দেশনায় এসআই মোঃ মনিরুজ্জামান, এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
০৪/০২/২০২০ তারিখ (মঙ্গলবার )কোতোয়ালী থানাধীন এস কে হাসপাতালের সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো: সাইদুর রহমান (৫৫) পিতা আ: মজিদ সাং দুধপুর মো: আবুল কাশেম (২৭) পিতা মো: আব্দুল্লাহ সাং শীল ডুয়ার উভয় থানা বিশ্বম্ভরপুর জেলা সুনামগঞ্জ, মো: আবুল কাশেম (৬০) পিতা মৃত নছর আলী সাং বলাসপুর মুক্তিযুদ্ধা কলোনী থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।ডিবি’র অসি শাহ কামাল আকন্দ বলেন,এধরেনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..