ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি হাসপাতালের ছাদ থেকে বিরল প্রজাতির ৫টি সাদা প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার করা হয়েছে। বুধবার সদর উপজেলা রহিমানপুর মায়মুনা মাতা শিশু হাসপাতালে পাখি গুলোকে উদ্ধার করে হাসপাতালটির মার্কেটিং অফিসার শহিদুর রহমান। পরে তিনি বনবিভাগ ঠাকুরগাঁও রেঞ্জের কর্মকর্তাদের হাতে পাখি গুলোকে তুলে দেন।
উদ্ধারকৃত প্যাঁচা গুলোর বয়স ২থেকে আড়াই মাস বলে জানান তিনি। তবে প্রত্যেক বছরই বাবা পাখি ও মা পাখিরা এসে বাচ্চা ছানা জন্ম দিয়ে পাড়ি জমান অজানা উদ্দেশ্যে। পরে আর দেখা মেলেনা তাদের।
ঠাকুরগাঁও ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ প্রজাতির পাখি গুলো বড় গাছে ও লোকালয়ে বসবাস করতে পছন্দ করে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় খামার ও ঘাসপূর্ণ এলাকা, বনভূমিতে এদেরকে দেখা যায়।