ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেল গঠন করে নিয়োগ দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটি।
সোমবার দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে ওই কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উত্তীর্ণ জেলা উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থীরা অংশগ্রহন করেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটির সভাপতি দেবদাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কমিটি সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ফারজানা আত্তার জুলি, সদস্য মকসেদুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তাওমীন তিনার সহ অন্যান্যরা।
এসময় বক্তরা দাবী করে বলেন,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ লিখিত পরিক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহনকারী সবাইকে যেন প্যানেল করে অবিলম্বে সরাসরি নিয়োগ প্রদান করা হয়।
মানবন্ধন শেষে জেলা প্রশসাক বরাবরে স্মারকলিপি দেয়া হয়।