গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। ওই ছাত্রীর নাম তাসমিন সাহারা (১৭)। মঙ্গলবার রাতে আউচপাড়া কলেজ রোডস্থ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। নিহত ওই ছাত্রী স্থানীয় সুমন মিয়ার মেয়ে। সে টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করে উত্তরার মাইলস্টোন কলেজে পড়াশুনা করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহারার বাবা একজন ব্যবসায়ী। মেয়ে সাহারার ভালমন্দ বাবাই দেখাশুনা করতেন। মেয়েটির এমন মৃত্যু তারা বিশ^াস করতে পারছেন না। মৃত্যুর বিষয়ে নিহতের পরিবার জানান, সাহারা সবসময় মোবাইলে ফেসবুকে পড়ে থাকত। ইতিপূর্বে পরিবার থেকে তাকে ফেসবুক চালাতে নিষেধ করলেও সে কারো কথা মানেনি। একপর্যায়ে ওই রাতে বাবা (সুমন মিয়া) সাহারার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। মোবাইল ফোন কেড়ে নেয়ার জের ধরে সাহারা সবার অজান্তে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানা পুলিশের (ওসি) শাহ আলম জানান, নিহতের স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।