বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, দেশের নন্দিত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী আজ সন্ধায় ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজস্ব বাসগৃহে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আজ ১৭ এপ্রিল ২০২০ইং শুক্রবার সন্ধ্যা ৭টায় এক যৌথ শোকবিবৃতিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আবদুল জলিল ও সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম বলেন, আল্লামা আনসারী সাহেবের ইন্তেকালে আমরা দ্বীনের একজন অতন্দ্র দায়ী, বরেণ্য ও নন্দিত আলেমকে হারালাম। নেতৃবৃন্দ বলেন, আল্লামা আনসারী সাহেবের শূন্যতা অপূরণীয়। আল্লাহ তায়ালা জান্নাতে তাকে সুউচ্চ মাকাম দান করুন, আমীন।
উল্লেখ্য, আল্লামা আনসারী সাহেব ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তারপর আবারো দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের দাওয়াতে নিজেকে নিয়োজিত করেছিলেন।