মশিউর রহমান টুটুল, (জামালপুর) : গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,বালু উত্তলনের মহোৎসব চলছে,স্থানীয়দের অভিযোগ বেকুব ও ড্রেজার মেশিন বসিয়ে কেটে নেওয়া হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে বালু।এতে,নদী ভাঙ্গনের শতশত বিঘা কৃষি জমি বিলীন হয়ে গিয়েছে,হুমকির মুখে রয়েছে বসতি ভিটা,শিক্ষা প্রতিষ্ঠান,রাস্তাঘাট,পরিবেশ আর নিয়মনীতি তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকে ব্রহ্মপুত্র নদীর বুকে বেকুব ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে অবাধে বালু উত্তোলন।এসব দেখার যেন কেউ নেই। স্থানীয় প্রশাসন রহস্য জনক থাকায় নীরবতা পালন করছে।এলাবাসী জানান,বালু উত্তোলন বন্ধ করতে গেলে আমাদের নানা ধরনের হুমকি দমকটি দিয়ে থাকে বালু দস্যুরা।তাই স্থানীয় জনগণ মুখ খুলতে সাহস পাইনা এমন পরিস্থিতি
চলছে আমবাড়ীয়া ব্রহ্মপুত্র নদীর পাড়ে।
মেলান্দ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিনকে মুঠোফোন করলে পাশ কাটিয়ে যান।