স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে চীন থেকে ৩১২ জনকে গত পরশুদিন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। যারা এসেছেন সবাই ভালো আছেন। এর মধ্যে যারা অসুস্থ ছিল তাদের কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারাও ভালো আছেন এবং টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সর্বশেষ ১৭১ জন চায়নায় থাকা বাংলাদেশি দেশে আসার জন্য আবেদন করেছেন। চায়নাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাদের সব ধরনের সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘চায়না থেকে আসা এসব বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সকল মন্ত্রণালয় আমাদের সাহায্য করছেন।’
বাংলাদেশে কর্মরত চাইনিজরা নজরদারিতে রয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ৮ থেকে ১০ দিনে চায়না থেকে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার চাইনিজ এসেছেন। যারা বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করেন। চাইনিজ এসব নাগরিকরা আমাদের নজরদারিতে আছেন।
বাংলাদেশে এখনও করোনা ভাইরাস রোগী পাওয়া যায়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখন পর্যন্ত এই ধরনের রোগী পাওয়া যায়নি। তবে এজন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানী এবং রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে আইসোলেটেড ওয়ার্ড করা হয়েছে।’