মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত সাপ্তাহিক ‘সাম্প্রতিক দেশকাল’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার হয়।
সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ শরিফুল আলম, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ব্যাংকার আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জোনাব আলী, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক জারিফ হোসেন, সহ-সভাপতি জমসেদ আলী প্রমুখ।
মডেল প্রেসক্লাবের তথ্য ও প্রচার সম্পদক শফিকুল ইসলাম ভুট্টু, নবাব বার্তা . ডটকম এর প্রকাশক ও সম্পদক টুটুল রবিউল দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি, মুসা মিয়া, দৈনিক একুশে সাংবাদ পত্রিকা ও নতুন সময় টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, সহ আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মেহেদী হাসান সিয়াম, রেজা, মামুন, আল আমিনসহ এবং জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
র্যালি ও আলোচনা সভা শেষে কেক কেটে সাম্প্রতিক দেশকাল পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ
এ জাতীয় আরো খবর..