দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সঙ্কট বিষয়ে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক বৈঠক রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় আজ শনিবার সকাল ৯ টায় শুরু হয়েছে।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে শীর্ষ আলেমদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
যাত্রাবাড়ি মাদরসার মুহতামিম, বেফাকের সভাপতি ও হাইআর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ। ফরিদাবাদ মাদরাসার মুতাওয়াল্লি ও মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হাফিঃ, জমিয়ত একাংশের চেয়ারম্যান মুফতী মুহাম্মদ ওয়াক্কাস। বেফাকের খাস কমিটির সদস্য আল্লামা নুরুল ইসলাম জিহাদী। বি.বাড়িয়ার আল্লামা সাজিদুর রহমান। সিলেটের আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। জামিয়া রাহমানিয়ার প্রধান মুফতী মনসুরুল হক। জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি মুবারকুল্লাহ, গহরডাঙ্গা মাদরাসার প্রধান ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর মুফতি রুহুল আমীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বরুণার পীর মুফতী রশিদুর রহমান ফারুক। ঢালকানগরের পীর সাহেব মুফতী জাফর আহমদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বসুন্ধরা মাদরাসার মুহতামিম মুফতী আরশাদ রাহমানী। খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক। আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ। বেফাকের খাস কমিটির সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতী মুহাম্মদ আলী। উত্তরার মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।
আরও আছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, বারিধারার মাওলানা নাজমুল হাসান, খুলনার মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়াসহ অনেক ওলামায়ে কেরামগন।