গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার গভীর রাতে দুইটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। তবে দুই বাড়িতে সিঁধ কাটা হলেও চুরি হয়েছে এক বাড়িতে। শনিবার দিবাগত শেষ রাতে উপজেলার মহির খারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ২টার পর উপজেলার মহির খারুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার বাড়ির সিরু মিয়ার ঘর ও একই গ্রামের প্রতিবেশী সুজন মিয়ার ঘরের সিঁধ কাটে চোরের দল। তবে ঘটনার সময় সুজন মিয়া জেগে উঠায় তার ঘরে চোর প্রবেশ করতে পারেনি। কিন্তু সিরু মিয়ার ঘরে চোর ঢুকে শুধু ৬-৭ হাজার টাকা নিয়ে যায়। সকালে উঠে বাড়ির লোকজন চুরির ঘটনা জানতে পারেন।
গফরগাঁও থানার অফিসা ইনচার্জ অনুকুল সরকার বলেন, ‘এ ব্যাপারে কেউ আমাদের জানায়নি। তবে মহামারী করোনা ভাইরাস জনিত এই পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেউ সজাগ থাকতে হবে।’
এ জাতীয় আরো খবর..