গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে রবিবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার-১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এনে প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
স্টেশন সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার-১ ট্রেন রবিবার বিকালে গফরগাঁও স্টেশনে প্রবেশের পর ইঞ্জিনে সামান্য সমস্যা দেখা দেয়। এ অবস্থায় ট্রেনটি গফরগাঁও স্টেশন ত্যাগ করে। কিন্তু ৫টা ৪৫ মিনিটে মশাখালী স্টেশনে প্রবেশের পর ট্রেনের ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এনে রাত ৮টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুল হক বলেন, ইঞ্জিনে সমস্যা নিয়ে ট্রেনটি মশাখালী স্টেশনে প্রবেশ করে। কিন্তু পরে সম্পূর্ণ বিকল হয়ে গেলে রিলিফ ইঞ্জিন ট্রেনটি ঢাকায় নিয়ে যায়।
এ জাতীয় আরো খবর..