খাদ্যের দাবিতে রংপুর ৩ (সদর) আসনের এমপি প্রয়াত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদের বাসভবন ঘেরাওসহ বিক্ষোভ করেছে শত শত নারী-পুরুষ। নগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লীনিবাসের সামনে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আদিবাসী ও নিঃস্ব দিনমজুররা।
বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে এলাকার গরিব সহায় সম্বলহীন মানুষসহ রংপুরের সকল স্তরের মানুষের পাশে থাকতেন, সাহায্য দিতেন। তার ছেলে সাদ এরশাদ এমপি হবার পর থেকে এলাকায় আসেন না। তিনি এলাকার সাধারণ মানুষের কোনো খোঁজখবর নেন না। করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেবার পরও তিনি এলাকায় আসেননি। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর ৩ আসনের এমপি সাদ এরশাদ বলেন, আমি এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাইনি। ব্যক্তিগত উদ্যোগে এর মধ্যে ত্রাণ দিয়েছি। এই বিক্ষোভ প্রমাণ করে রংপুরের মানুষ এখনো এরশাদকে ভালোবাসেন।