uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


ক্রাইস্টচার্চে হত্যার প্রতিবাদে যুব মৈত্রীর বিক্ষোভ


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ৪ বাংলাদেশিসহ ৫১ জন নিহতের ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, সহসভাপতি মো. তৌহিদুর রহমান, কায়সার আলম, কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হযরত আলী সুমন ও সহসভাপতি জামিলুর রহমান ডালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা পৃথিবীর সকল স্থানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে যাতে নিরাপদ ভূমি হতে পারে তার জন্য সকলকে আহ্বান জানান।

বক্তারা একই সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেন।

সমাবেশের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহতদের জন্য শোক, আহতদের দ্রুত আরোগ্য হয়ে ওঠার কামনা, আর হামলাকারীর প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।

সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

যুব মৈত্রীর দপ্তর সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।