গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে শহরের দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাহবুব উদ্দীন আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় সমাবেশের উদ্বোধক ছিলেন গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এস.এম আলতাফ হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম আজাদ, সদস্য জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক ইমানউল্লাহ ইমু, মনির হোসেন, এম এ খালেক প্রমুখ।