এদিন ইউএনও আব্দুল হালিম উপজেলার কুসুম্বা ইউনিয়নের কয়েকটি পরিবারে উপস্থিত হয়ে সরকারি বরাদ্দের এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানা গেছে, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে সরকারি বরাদ্দের এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলার ১৪ ইউনিয়নে ৯১০ পরিবারকে দেয়া হচ্ছে চাল, ডাল, আলু ও সাবান।
এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নি আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে সকলকে প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।