করোনাভাইরাস।এই মুহূর্তে গোটা বিশ্বকে সন্ত্রস্ত করে রেখেছে এই মারণ ভাইরাস।হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস।আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে আরো লাখো মানুষ। সবচেয়ে বড় সমস্যা-হলো এর চরিত্র বদলানোর ক্ষমতা। সংক্রমণ শুরুর এতদিন পরেও এর কোনো প্রতিষেধক আবিস্কার করা যায়নি। এদিকে, গবেষকরা বলছেন, পৃথিবীর সব প্রান্তে করোনা সমান বিপজ্জনক নয়। কোথাও এর মারণ ক্ষমতা বেশি, কোথাও কম।বিশ্বের অন্য এলাকার তুলনায় করোনার মারণ ক্ষমতা ভারতে তথা দক্ষিণ এশিয়ায় (বাংলাদেশসহ) অনেকটাই কম। এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস।
যুক্তরাষ্ট্রের ওই গবেষণা সংস্থাটি দাবি করেছে, ভারতসহ দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় করোনাভাইরাসের যে সাব-টাইপ ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয়। এর মারণ ক্ষমতা করোনার সব টাইপের তুলনায় অনেকটাই কম।
মার্কিন সংস্থাটির গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালান। এবং নিজেদের গবেষণার উপর ভিত্তি করে করোনাকে তিনটি উপজাতিতে ভাগ করেছেন তারা। কভিড -১৯ এর এই তিনটি বিভাগকে এ, বি এবং সি বিভাগে ভাগ করা হয়েছে। এ এবং সি’র তুলনায় বি অনেকটাই দুর্বল। এবং এর মারণ ক্ষমতা কম।
মার্কিন গবেষণা সংস্থাটি বলছে, ভারত দক্ষিণ এশিয়া এবং দক্ষিন পশ্চিম এশিয়ায় এই ভাইরাসের বি উপজাতিটিই ছড়িয়েছে।
‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ বলছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে মূলত এ এবং সি ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। ফলে এই এলাকাগুলিতে সংক্রমণ এবং মৃত্যু বেশি। তুলনায় অনেক ভাল জায়গায় রয়েছে ভারত-সহ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়া। তবে, ভাইরাসের স্ট্রেন দুর্বল বলে নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই।