কবিতা ।। রঙ লেগেছে মনে ।। গোলাম আযম
রিপোর্টারের নাম
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
রঙ লেগেছে মনে আমার
রঙ লেগেছে বনে,
শিউলি বকুল প্রেম করে তাই
পরাগ রেণুর সনে।
নতুন কুঁড়ির আগমনে
সুগন্ধি ছড়ায়,
গুনগুনিয়ে মনের সুখে
মৌমাছিরা গায়।
সজীবতায় ভরে উঠে
প্রকৃতির মাঠ,
রবের শানে করতে থাকে
দু’আ দুরুদ পাঠ।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..