বকেয়া বেতনের দাবীতে রাজধানীর বিমানবন্দরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন প্রায় কয়েক হাজার শ্রমিক। এতে জরুরী পরিবহনে নিয়োজিত সকল যানবাহন আটকা পড়েছে। শ্রমিকদের অভিযোগ গত ৪ মাসের বেতন না পাওয়ায় ভরণ-পোষনের সকল ব্যবস্থা থমকে গেছে।
আজ দুপুরে শ্রমিকদের এই আন্দোলনে পুলিশ কঠোর ভূমিকা নিলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
এদিকে, শ্রমিকদের চাওয়া তারা বকেয়া-বেতন পেয়ে তারা সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে চায়। কয়েকজন শ্রমিক বলেন, টাকা না দিতে পারায় বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে। আবার দোকান বাকী থাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছেনা। এমন অবস্থায় সংকটময় পরিস্থিতি পার করছেন হাজার হাজার শ্রমিক।
উত্তরা নিউজ এর প্রতিবেদক শেখ যুবায়ের শাহরিয়ার এর ক্যামেরায় দেখুন বিস্তারিত-