এক জীবনের কত রূপ
আবুল বাশার শেখ
জীবন বাস্তবতায় ধীর চলনে
আত্ম কলহে জড়িয়েছি বহুবার,
মাঝে বিবেকের দংশনে দংশিত হয়ে
নিজেকে চেনার চেষ্টা করেছি।
শূন্য থেকে মিলিয়ন বিলিয়ন সময় ভাবনা
মানচিত্রের সূত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ
দ্বন্দ্বের দ্বারস্ত করেছে।
একটা পথ সরলতার বাহানায়
আমাকে বার বার প্যাঁচে ফেলেছে,
পথ দেখানোর নাম করে আমাকে ফেলেছে গর্তে।
বৈরি এই সমাজে যত্তসব জানোয়ারের বসতি
অসহায়ত্ব নিয়ে এরা মজা করে
ভেতর বাইরে করে উল্লাস।
মুখোশের অন্তরালে মানুষ চেনা দায়
বইয়ের পাতায় পড়া সেই মানুষ
আদৌ সভ্য সমাজে আছে কিনা সেটাই ভাবি।
এটা কোন সমাজ বলতে পারো কেউ!
বাতাসের ক্ষুদ্র কণায় ভেসে বেড়ায় পঁচা গন্ধ
মুখোশ মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে তিব্র বিষ
ওরা যেখানে যায় সব কিছুই যেন ধ্বংশ দেয়।
মাঝে মাঝে আমি ভাবি
আমি কি সত্যিই মানুষ!
না ভিনগ্রহের কোন বিকৃত এলিয়েন!
না অদৃশ্য ডানার কোন অগ্নি দৈত্য!
ছায়া মানবের ক্ষুদ্র আয়ুর দৌরাত্ব
চিন্তার সাগরে ডুবিয়ে রাখে,
আগ্নেয়াস্ত্র শক্ত হাতে বুকের মাঝে তাক করে
ফায়ার করি অথচ ফলাফল শূন্য।
ঘুম ভাঙ্গে এক গ্লাস চিরতার জল পান করি
রাতের নিস্তব্ধতায় আর ঘুম আসেনা।