মশিউর রহমান টুটুল (জামালপুর) : জামালপুরের পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, জেলার গুয়াবাড়িয়া সুইচ গেইট হইতে কম্পপুর মোড় পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।সড়কটি দিয়ে সাধারণ মানুষ খুব সহজেই শহরে যাতায়াত করতে পারবে। তাই টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে, এবার নতুনভাবে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি নির্মাণ করা হচ্ছে।
এ রাস্তার কাজের উদ্বোধন কালে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি তিনি এসব কথা বলেন।
জানা যায় জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (ছাব্বিশ শত পঞ্চাশ মিটার) রাস্তার ৩ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে় ঠিকাদারি প্রতিষ্ঠান ফারহান এন্টারপ্রাইজ এই সড়কটি নির্মাণ করবেন।
সড়কটির কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্যানেল মেয়র সায়মা হামজা সিমি, কাউন্সিলর উসমান গণি মূসা, হাসানুজ্জামান খান রুনু, ফারহান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।