উত্তরা পশ্চিম থানা জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃহত্তর উত্তরার বিভিন্ন স্থানে মানুষের মাঝে প্রদান করা হয়েছে খাদ্য সামগ্রী। জাতীয় শ্রমিকলীগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক বি এম জাহিদ উত্তরা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্য সহায়তার বিষয়ে তিনি জানান, ২০০ জনকে আমরা খাদ্য সামগ্রী প্রদান করেছি। প্রতিটি প্যাকেটে ৫কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি পিয়াজ ও ২ কেজি আলু দেয়া হয়েছে।
আগামী দিনগুলোতেও জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি, উত্তরা ৩নং সেক্টরে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে কার্যক্রমটি পরিচালনা শুরু করেছেন উত্তরা পশ্চিম থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সামসুদ্দিন সামসু।