“সমাজ হোক সব বয়সের উপযোগী” জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ’ উত্তরা শাখা ও ভিশন ফিজিওথেরাপী সেন্টার উত্তরা-এর যৌথ উদ্যোগে আজ সকাল ৯ ঘটিকায় এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উত্তরার জমজম টাওয়ার সামনে থেকে বিভিন প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে উত্তরা ১০নং সেক্টরে ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ’ উত্তরা শাখা অফিসের সামনে এসে র্যালিটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, উত্তরা শাখার সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ ইমাম হোসেনসহ উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।