উত্তরায় উবার চালক মোঃ আরমানকে (৪২) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাজধানীসহ আশপাশের কয়েকটি এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানায়নি ডিবি।
ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি, উত্তর) মোঃ মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উবার চালক আরমান হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত তিনজন আরমানকে হত্যায় অংশ নিয়েছিল। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়ক থেকে উবার চালক আরমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন উত্তরা পশ্চিম থানায় নিহতের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
উত্তরা নিউজ/এস,এম,জেড