আজ ১৯ মে ২০২০ইং মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্পটে পথশিশু ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বিতরণ শেষে কেন্দ্রীয় সভাপতি বলেন, কোভিড-১৯ সৃষ্ট বিপর্যয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা উচিত। তবে ভাগ্যাহত মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
তিনি আরও বলেন, করোনা বিপর্যয়ের শুরু থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সার্বিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষদের পাশে ছিলো আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে ঈদবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এমএম শোয়াইব, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও ঢাবি সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য আল আমিন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।