করোনা মহামারীতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ।
করোনা আতঙ্কে দেশের মানুষ অসহায় জীবন যাপন করছে। দেশের এ দুর্দিনে নিজেদেরকে সর্তক থাকতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।
করোনাকে মোকাবেলা করার শক্তি আল্লাহ ছাড়া কারো নেই। কাজেই করোনা মোকাবেলা নয়, করোনা থেকে বাঁচতে আল্লাহর কাছে তওবা-ইস্তেগফার করতে হবে।
রাজধানী ঢাকার ১৮ আসনের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা ১৮ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের
উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন দক্ষিণখান থানার সভাপতি রুস্তম আলী সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, অভাবগ্রস্ত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলমত নির্বিশেষে সকল ধর্ম ও বর্ণের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এ পরিস্থিতিতে দেশের বিত্তশালীরা অধিক হারে এগিয়ে আসলে সকল দরিদ্র পরিবারের কাছে খাবার সামগ্রী পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।