মশিউর রহমান টুটুল (জামালপুর): জামালপুরের ইসলামপুরে পৌরসভার নির্বাচনে তৃতীয় বারে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় বর্তমান মেয়র ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শেখকে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন নেতাকর্মী পৌরবাসীর সর্বস্তরের জনগণ পক্ষ থেকে ফুলেল শুভেচছা অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ঢাকা থেকে তিস্তা ট্রেনযোগে ইসলামপুর রেলস্টেশনে পৌঁছালে তাকে দেড় শতাধিক মোটর বাইক ও পায়ে হেটে হাজার হাজার জনগণ কাদের শেখকে বরণ করেন।
এ সময় নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান সড়ক হয়ে পৌরসভা গেটে পৌঁছে জনগনের মাঝে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ভাই ও বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা ভাইয়ের সহযোগিতায় দেশরত্নমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন, ব্যক্তি হিসেবে নয়। তাই আপনারা আগের মত করে সহযোগিতা করবেন, নৌকা প্রতীক জয়ী হয়ে গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।
তিনি বলেন, আমি আশা রাখি ইসলামপুর পৌরবাসী সুশৃঙ্খল বজায় রেখে মহ মূল্যবান ভোট প্রদান করে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষে নৌকা প্রতীক নিয়ে ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবো ইনশাআল্লাহ ।