মোঃ জনি হোসেন, কিশোরগঞ্জঃ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষ। আর এ মানুষকে সৃষ্টিকর্তা মনুষত্ব গুণাবলী দান করে সৃষ্টিতে করেছেন মহীয়ান। স্রষ্টা প্রত্যেক মানুষকে মনুষত্ব দান করলেও জগতের প্রার্থিব জীবনে বাস্তবতার নিরিখে অনেক মানুষের উপলব্ধিতে মনুষত্বের বিকাশ ঘটে না। লোভ ও মোহের উর্দ্ধে উঠে প্রত্যেক মানুষকে মনুষত্বের বিকাশ ঘটাতে হয়।
কিন্তু সব মানুষ তা পারে না। লোভ লালসার উর্দ্ধে উঠে কিছু কিছু মানুষ জীবনে মনুষত্বের বিকাশ ঘটিয়ে সফল মানুষের স্বীকৃতির স্তরে নিজেকে উন্নীত করে। এরকম একজন সফল মানুষের প্রতিচ্ছবি প্রিয় মানুষ সততা, সৎ, ত্যাগী, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার এক উজ্জল নক্ষত্র, জনদরদী, মানবহিতৈষী, শিক্ষাব্রতী ও সুশীল ভালো গুনের অধিকারি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাইধনখালী গ্রামের কৃতি সন্তান জিএফসি ক্লাবের দুইবারের সাবেক সভাপতি ইমরানুজ্জামান ইমরান।
করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে ৪নং ওয়ার্ডের গুজাদিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে তরুণ প্রজন্মের অহংকার, জিএফসি ক্লাবের সাবেক সভাপতি ইমরানুজ্জামান ইমরানকে গুজাদিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় ত্রলাকাবাসী৷ নতুন প্রজন্মের নবরত্ন, সর্বস্তরের মানুষের আস্থা ভাজন সুখ দুঃখের সাথী, গরীব দুখী মেহনতী মানুষের পরম আপনজন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাইধনখালী গ্রামের কৃতি সন্তান রাজপথ কাঁপানো বীর সেনানী, রাজপথের লড়াকু সৈনিক, করিমগঞ্জ উপজেলার মেয়র হাজী আব্দুল কাইয়ুম এর আদর্শে গড়া কর্মী মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জিএফসি ক্লাবের সাবেক দুই বারের সফল সভাপতি তরুন প্রজন্মের অহংকার, তথা সর্বস্তরের সাধারণ মানুষের আস্থার স্থান ইমরানুজ্জামান ইমরান।
সন্ত্রাস, মাদক, নির্মূল করার দুরু অঙ্গীকার নিয়ে আমাদের মাঝে, সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে যার আবির্ভাব, তিনি আমাদের সুপরিচিত কারো সন্তান কারো ভাই, কারো ছেলে সমতুল্য ৪নং ওয়ার্ডের জিএফসি ক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমরানুজ্জামান ইমরান। এলাকাবাসি গুজাদিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায়।