চলমান করোনা পরিস্থিতিতে সমস্যাগ্রস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহ-সভাপতি নাজিব হোসাইন প্লাবন। ২রা মে উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন সেক্টরে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রায় ৩০০ জন ব্যক্তির হাতে প্রস্তুত করা ইফতার ও শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে ছাত্রলীগ নেতা নাজিব হোসাইন প্লাবন উত্তরা নিউজকে বলেন, ‘ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শ্রদ্ধেয় সভাপতি ইব্রাহিম হোসাইন ভাই এবং উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ এর ১নং সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল ভাইয়ের নির্দেশক্রমে আমরা অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি ‘ তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি অসহায় মানুষদের ঘরে ঘরে উপহার স্বরূপ সামগ্রীগুলো পৌছে দিতে। সকলের সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে ।’
ছাত্রলীগের উক্ত মানবিক কার্যক্রমে সহযোগিতায় ছিলেন ছাত্রনেতা আশরাফুল ইসলাম, সিয়ামসহ পশ্চিম থানা ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ।