শরীফ হোসেন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ২০২১ ইং-২০২২ইং সনের মাধবদী থানা কমিটি নবায়ন করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি ২০২১ইং) আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাবা নাজমুন নাহার নবায়নকৃত এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত এ কমিটির তালিকা গ্রহণকালে উপস্থিত ছিলেন মাধবদী থানা কমিটির সভাপতি ডাঃ মোঃ আলাউদ্দিন সোহান(আলাল), সাধারণ-সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ন সাধারণ-সম্পাদক মোঃ রাকিবুল হাসান ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার বলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মাধবদী থানা কমিটি মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হতে আহ্বান করেন।