uttaranews24 uttaranews24
সবার আগে সবসময়


আন্তর্জাতিক তারকা হিসেবে তুলে ধরছেন- প্রিয়াঙ্কা


উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ

কোয়েন্টিকো’ টিভি সিরিজে অভিনয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার জন্য হলিউডের দরজা খুলে গেছে। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়। সম্প্রতি তাঁর কথা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পরিচালক জো রুশোর সঙ্গে। গুঞ্জন উঠেছে, তাহলে কি জো রুশোর কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয়াঙ্কা?

জো রুশো এখন তাঁর চলচ্চিত্রের প্রচারে ভারতে। সেখানেই কথা হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তিনি বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী নিয়ে কথা হয়েছে, তা এখনো জানা যায়নি। রুশো বলেন, ‘প্রিয়াঙ্কা এখন নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে তুলে ধরছেন। তিনি দারুণ। তাঁর সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আমাদের খুবই ভালো আলাপ হয়েছে। তবে এখনই আমি বলতে চাইছে না, কী নিয়ে কথা হয়েছে।’

 

/এ.এইচ.বি