এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ সংবাদদাতা: বিশ্ব মাতৃভাষা দিবস ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো,’ এমন প্রতিপাদ্য সামনে রেখে “ছাড়পত্র” সাহিত্য পত্রিকার আয়োজনে শনিবার (১৩ ফেব্রুয়ারী)সকাল ১১টায় নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটি উদ্বোধন করেন, কথা সাহিত্যিক ও সাংবাদিক মারিয়া সালাম। এতে সভাপতিত্ব করেন, শিরোনাম সাহিত্য পত্রিকা সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম মিঠু, জীবন প্রামাণিক, মাহবুর রহমান মিঠু মাসুম, নারগিস সুলতানা, মামুন সরদার, আফরোজা খাতুন, আস্তাক আহম্মেদ প্রমুখ।
প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। আঁকার বিষয়টি ছিল উন্মুক্ত। ৬-১০ বছরের শিশুরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এ জাতীয় আরো খবর..