এম.শরীফ হোসেন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি : আজ ১৪ ফেব্রুয়ারি রবিবার।নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভায় মেয়র, কাউন্সিলর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।
ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টা হতে এবং চলবে বিকাল চারটা পর্যন্ত। এ সময় ভোট কেন্দ্রগুলোতে শান্তীপূর্ণভাবে ভোট প্রদানের লক্ষ্যে স্থানীয় ভোটাররা স্ব-স্ব কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। নির্বাচন সূষ্ঠ করতে জেলাপ্রশাসনের নির্দেশে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তাঁরা প্রতিটি কেন্দ্রে সূনজরদারি রাখছেন যেন কোন প্রকার অপরাধ ও ভোট কেলেংকারির মত ঘটনা না ঘটে। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন মেয়র প্রার্থী, ৩৪ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী।
এখানে মোট ভোটার ৩২ হাজার ৪ শত ৮৩ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন। উল্লেখ্য যে, এবারই প্রথম ইভিএম এ ভোট দেবেন এই পৌরসভার ভোটাররা। মোট ১৫টি কেন্দ্রের ১০২টি ভোট কক্ষে ইভিএম এ ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।