বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেবে জাতীয় পার্টি। বেলা ১১টায় জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।